বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত জাতীয় পার্টির স্লোগান তেমন স্পষ্ট নয়। তবে তাদের স্লোগান রয়েছে।
জাতীয় পার্টির স্লোগান হলো-‘নতুন বাংলাদেশ গড়বো মোরা’। এটি দলটির সঙ্গীতে রয়েছে। যা তাদের প্রতিষ্ঠাতা পছন্দ করেছেন। আসলে এরশাদ ওই গানটি লিখেছিলেন। জাতীয় পার্টি ন্যায় ভিত্তিক সমাজ চায়। যদিও তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান গঠনতন্ত্রে দেওয়া আশা আকাঙ্খা থেকে বেশ দূরে।
জাতীয় পার্টির দলীয় স্লোগান
বেশ চমকপ্রদ জাতীয় পার্টির স্লোগান। ১ জানুয়ারি, ১৯৮৬ তে প্রতিষ্ঠিত জাতীয় পার্টির স্লোগান নিয়ে খুব ছোট একটু ঝামেলাও আছে।
জাপা’র দলীয় স্লোগান: ‘নতুন বাংলাদেশ’।
আরো পড়ুন: জাসদের স্লোগান।
‘জয় বাংলা’ এই দলটি’র স্লোগান হয়েছিল কি কখনো?
জাপার সাবেক চেয়ারপার্সন হুসেইন মহম্মদ এরশাদ বলেছিলেন যে, ‘জয় বাংলা’ জাতীয় পার্টির স্লোগান নয়। সুতরাং ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ই জাপা’র স্লোগান।
জাপা’র আরো কিছু স্লোগান রয়েছে। নথিপত্রে ও সেগুলোর অবস্থান আছে। সমাবেশে শোনা গেছে-নেতা আছে?-কোন সে নেতা-অমুক ভাই বা এরশাদ।
আরো পড়ুন: জামায়াতে ইসলামীর স্লোগান।
জাতীয় পার্টির রাজনৈতিক স্লোগান
‘ন্যায় বিচার ভিত্তিক সমাজ’ প্রতিষ্ঠা জাতীয় পার্টির উদ্দেশ্য। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্লোগান যেমন থাকে এটা ঠিক তেমন নয়। এটাকে যদি দলের স্লোগান ধরা হয় তাহলে ঠিক আছে। জাতীয় পার্টির রাজনৈতিক স্লোগান ‘উন্নয়ন’।
তারা বলে, এইবার-লাঙ্গল।
জাতীয় পার্টির নেতা কেন্দ্রীক স্লোগান
এইবার-এরশাদ।
আরো পড়ুন: বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান।
জাতীয় পার্টির মারমুখী স্লোগান
তেমন শোনা যায় না।
আরো পড়ুন: বিএনপি’র স্লোগান।
এরশাদ থাকাকালীন মামলার বিচার কার্যক্রম চালু হবার ভয়ে শক্ত রাজনৈতিক অবস্থান নিতে পারতেন না। জাতীয় পার্টির ইতিহাস বেশ নতজানুর। বর্তমানে দলে বিভক্তি রয়েছে। দল যেন পারিবারিক নেতৃত্বের গোষ্ঠী।