বিএনপি’র দলীয় স্লোগান ও রাজনৈতিক পথ

 

বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি’র রাজনৈতিক পথ হলো-বাংলাদেশকে ভালবাসা। বাংলাদেশি মানুষের আবেগ নিয়ে তাদের কর্মকাণ্ড। বিএনপি’র স্পষ্ট স্লোগান রয়েছে।

বিএনপি’র স্লোগান হলো-বাংলাদেশ জিন্দাবাদ। ‘জিন্দাবাদ’ শব্দটি উর্দু ভাষার। এটির বাংলা অনেকটা বাংলা ‘জয়’ এর মত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আওয়ামীলীগের স্লোগানের মধ্যে পার্থক্য মূলত ‘বাংলা’ ও ‘বাংলাদেশ’ নিয়ে।

বিএনপি স্লোগান
বিএনপির স্লোগান: প্রতীকী ছবি।


বিএনপি’র দলীয় স্লোগান

১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্লোগান দেশপ্রেম জাগিয়ে তোলে বা দেশের জন্য কাজ করতে বাংলাদেশিদের উদ্বুদ্ধ করে।

বিএনপির দলীয় স্লোগান: বাংলাদেশ জিন্দাবাদ।


আরো পড়ুন: জাসদের স্লোগান


একটি গান বিএনপি’র সাবেক নেতা জিয়াউর রহমান শুনতে চাইতেন, সেটি হলো-

"প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।" এটি দলীয় সঙ্গীত।

বিএনপি’র আরো স্লোগান রয়েছে। সেগুলোও নিচে দেখুন-


বিএনপি’র রাজনৈতিক স্লোগান

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্লোগান কিছুটা আশা জাগানিয়া। আবার কিছু স্লোগান হতাশার।

বাংলাদেশ যাবে কোন পথে-ফায়সালা হবে রাজপথে।

বাংলাদেশ জিন্দাবাদ।


আরো পড়ুন:  জাপা’র স্লোগান। 


বিএনপি’র নেতা কেন্দ্রীক স্লোগান

এক জিয়া লোকান্তরে-লক্ষ জিয়া ঘরে ঘরে।

খালদা জিয়া।

যেই জিয়া শ্রমিকের-সেই জিয়া মরে নাই।

রাজপথ ছাড়ি নাই। তারেক তোমার ভয় নেই।

তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে।

বিজয়ের এই দিনে-জিয়া তোমায় মনে পড়ে।

স্বাধীনতার ঘোষক জিয়া-লও লও লও সালাম।

একাশি’র শহীদ জিয়া।


আরো পড়ুন: জামায়াতে ইসলামীর স্লোগান। 


বিএনপি’র মারমুখী স্লোগান

রক্তের বন্যায়- ভেসে যাবে অন্যায়।

জ্বালোরে জ্বালো-আগুন জ্বালো।

সন্ত্রাসীদের আস্তানা-ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও।

ছি ছি হা সি না-লজ্জায় বাঁচি না।


আরো পড়ুন: আওয়ামী লীগের দলীয় স্লোগান


পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপি’র এক নারী কর্মী  ভুল স্লোগান দিয়ে হয়েছিলেন ভাইরাল। তিনি বলেছেন কে বলেছে জিয়া নাই-জিয়া সারা বাংলায়। দুই ** মিল্লা-দ্যাশটা খাইছে গিল্লা। ‘খালেদা’র’ চামচারা। হুঁশিয়ার সাবধান। ভোট চোর ভোট চোর- ** হাসি না ভোট চোর।

বিএনপি’র মিছিল সমাবেশের স্লোগান যে সবগুলো গ্রহণযোগ্য হয়েছে তেমনটি রাজনীতি সচেতনরা মনে করেন না।

Post a Comment

Previous Post Next Post

Contact Form