জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের কিছু স্লোগান রাজধানীর প্রেস ক্লাব এলাকায় বিভিন্ন শ্রমিক মিছিলে শোনা যায়। এ দলের স্লোগানগুলো শুনতে ভালই।
জাসদের দলীয় স্লোগান হলো- সমাজতন্ত্র। তারা সাম্যের জন্য রাজনীতি করে। তবে এই দলটি গণমানুষের ধর্মচর্চার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এর স্লোগান খুব একটা গ্রহণযোগ্য হয়নি। ভোটের রাজনীতিতে দলটি আওয়ামীলীগের বি টিমের মত হয়ে গেছে বলে দলের নেতা-কর্মীরা হতাশা প্রকাশ করেছেন।
জাসদের দলীয় স্লোগান ও সাম্যের বুলি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্লোগান রয়েছে। দলীয় স্লোগানগুলো মানুষের আশা-প্রত্যাশার কথা মাথায় রেখে তৈরী করা হয়েছে। জাসদেরও দলীয় স্লোগান রয়েছে। যা সমাজতন্ত্রকে বিবেচনায় নিয়ে তৈরী হয়েছে। জাসদের স্লোগান সমাজতন্ত্র। তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়।
আরো পড়ুন: জামায়াতে ইসলামীর স্লোগান।
সমাজতান্ত্রিক দলটির স্লোগান বেশ অন্যরকম এবং কিছুটা অষ্পষ্ট প্রকৃতির।
জাসদের দলীয় স্লোগান: ‘সমাজতন্ত্র’।
দলটি’র নেতারাও কর্মীরা সমাবেশে বলেন-
"জয় বাংলা"। কিংবা তারা বলেন ‘এক হও- লড়াই করো’।
মিছিলে জাসদের স্লোগান শুনতে পাওয়া যায় অনেক পরিমাণে।
আরো পড়ুন: বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান।
জাসদের রাজনৈতিক স্লোগান
বাংলাদেশে স্বাধীনতার পর অর্থাৎ ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। এই দলের রাজনৈতিক স্লোগানগুলো-
দুনিয়ার মজদুর-এক হও, লড়াই কর
জাসদের সংগ্রাম-চলছে, চলবে।
সমাজতন্ত্রের সংগ্রাম-চলছে, চলবে।
জয় বাংলা
আরো পড়ুন: বিএনপি’র স্লোগান।
জাসদের সাম্য কেন্দ্রীক স্লোগান
ভাত-কাপড়ের সংগ্রাম-চলছেই চলবে।
কেউ খাবে কেউ খাবে না-তা হবে না, তা হবে না।
আরো পড়ুন: জাপা’র স্লোগান।
জাসদের মারমুখী স্লোগান
লড়াই, লড়াই, লড়াই চাই-লড়াই করে বাঁচতে চাই।
এই লড়াইয়ে জিততে হবে।
আগুন জ্বালো একসাথে-পুঁজিবাদের বিরুদ্ধে।
জাসদ বারবার ভাঙ্গনের মুখে পড়েছে। দলটি সাম্য প্রতিষ্ঠার রাজনীতিতে ভাল করতে পারে নি। সে যাই হোক, জাসদ এর রাজনৈতিক স্লোগানগুলো আশাব্যঞ্জক। জাসদ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।