ডেমরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

শীত বাড়ছে ঢাকায়, শাহজাহান ইসলামী ব্যাংক ডেমরায় কম্বল বিতরণের মাধ্যমে গরিব মানুষের পাশে দাঁড়ালো। সামাজিক দায়বদ্ধতার প্রতি তাদের অঙ্গীকার সম্পর্কে আরও জানুন।

২০০ জনেরও বেশি মানুষের জন্য কম্বল বিতরণ করে ডেমরায় উষ্ণতা ছড়ালো শাহজালাল ইসলামী ব্যাংক
শীতের কম্বল বিতরণ অভিযানের মাধ্যমে ডেমরায় হৃদয় ও ঘর উষ্ণ করলো শাহজালাল ইসলামী ব্যাংক। দিনক্ষণ-২৪.কম


ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৩: 

শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এই সময় শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। রবিবার ঢাকার ডেমরা থানার নিঝুম বাগ এলাকায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ব্যাংকটির দনিয়া শাখা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে দনিয়া শাখার ব্যবস্থাপক জনাব আব্দুল কাদের ভিপি, অফিসার্স ইনচার্জ ডেমরা থানা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, নিঝুম বাগ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহাবুব হাসান নাইম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রকিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপক আব্দুল কাদের ভিপি বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য শাহজালাল ইসলামী ব্যাংক সবসময়ই অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। আজ আমরা নিঝুম বাগের দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমরা এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখব।

অনুষ্ঠানে অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। শীতের প্রকোপ বাড়ছে। তাই শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।

কম্বল পেয়ে শীতার্তরা আনন্দিত। তারা বলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগ আমাদের অনেক উপকারে আসবে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form