গত ১০ দিনে দুই দফায় ডলারের দাম কমানো হয়েছে ৭৫ পয়সা। কিন্তু এতে বাজারে শান্তি আসেনি।
ডলারের দাম কমানোর দুই দফায় চেষ্টা করেও রেহাই মিলছে না। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামে রেমিটেন্স পাচ্ছে না বলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাড়তি দামে ডলার কিনতে হচ্ছে। এ কারণে আমদানিকারকদের কাছ থেকেও বাড়তি খরচের টাকা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক যে দাম নির্ধারণ করেছে, সেই দামে রেমিটেন্স পাচ্ছে না বলে জানিয়েছে বেশ কয়েকটি ব্যাংক। ফলে বাধ্য হয়েই বাড়তি দামে ডলার কিনতে হচ্ছে।
অনেক ক্ষেত্রে ইন্টার ব্যাংক নোটিসে যে দাম বলা হয়েছে, সেই দামেও ডলার বিক্রি করা হচ্ছে না। খোলা বাজারে দাম কিছুটা কমলেও এখনও নির্ধারিত দামের চেয়ে বেশি।
বাড়তি দামে ডলার কেনার কারণে আমদানিকারকদের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ব্যাংকগুলো।
এদিকে বাংলাদেশ ব্যাংক বলেছে, তারা বাড়তি দামে ডলার কেনার অনুমতি দেয়নি। ব্যাংকগুলোকে নির্ধারিত দামেই ডলার কিনতে বলা হয়েছে।
ডলারের দাম স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিকে খোলা বাজারের মুদ্রা স্থানীয় কারক এবং বিনিময়কারীদের সঙ্গে বৈঠক করেছে।