বিআইবিএম কাস্টমার সার্ভিস অটোমেশনের উপর সেমিনার আয়োজন করেছে

ব্যাংকগুলোতে গ্রাহকের অভিযোগ পরিচালনার জন্য কার্যকর অটোমেশন সিস্টেম চালুর ব্যাপারে সুস্পষ্ট মন্তব্য এসেছে।

ব্যাংকগুলিতে গ্রাহকের অভিযোগ পরিচালনার জন্য অটোমেশন
বিআইবিএম আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা। ছবি: সংগৃহীত 


বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মঙ্গলবার বিআইবিএম অডিটোরিয়ামে “ব্যাংকগুলিতে গ্রাহকের অভিযোগ পরিচালনার জন্য অটোমেশন: বর্তমান অবস্থা, গ্রাহকের সন্তুষ্টি এবং চ্যালেঞ্জ” শীর্ষক অর্ধ-দিনের সেমিনারের আয়োজন করে।

বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের পরিচালক (গবেষণা, উন্নয়ন ও পরামর্শ) সহযোগী অধ্যাপক শিহাব উদ্দিন খান, সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক আখতারুজ্জামান।

বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম “ব্যাংকগুলিতে গ্রাহকের অভিযোগ পরিচালনার জন্য অটোমেশন: বর্তমান অবস্থা, গ্রাহকদের সন্তুষ্টি এবং চ্যালেঞ্জ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

গবেষণা দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক শামসুন নাহার মোমোতাজ; জাহিদ-উল হক, আঞ্চলিক বাণিজ্যিক পরিচালক (বাংলাদেশ ও নেপাল), TRECCERT, জার্মানি; এবং ফিল্ড CISO (দক্ষিণ এশিয়া), GuardYoo, আয়ারল্যান্ড।

Post a Comment

Previous Post Next Post

Contact Form