সোশ্যাল ইসলামী ব্যাংক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন।

সোশ্যাল ইসলামী ব্যাংক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম। ছবি: সংগৃহীত


সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে। বৃত্তির মোট অর্থের পরিমাণ ৫০ লাখ টাকা।

শনিবার চট্টগ্রামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম বলেন, “সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে, মেধাবী শিক্ষার্থীরাই দেশের উন্নতির ভবিষ্যৎ। তাই আমরা তাদের শিক্ষাজীবনে সহায়তা করতে বৃত্তি প্রদান করছি।”

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। তারা বিভিন্ন মেধাবৃত্তি ও ক্রীড়াসূচীতে অংশগ্রহণ করেও সাফল্য অর্জন করেছেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই বৃত্তির মাধ্যমে আমাদের শিক্ষাজীবন আরও সহজ হবে। আমরা এই বৃত্তির মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জনে আরও এগিয়ে যেতে পারব।”

Post a Comment

Previous Post Next Post

Contact Form