স্কলারশীপসহ অস্ট্রেলিয়ার টেকনিক্যাল কোর্স এখন বাংলাদেশে

সেশনটি ইনভিক্টা টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠানসমূহের প্রশ্নোত্তরের সুযোগ প্রদান করবে, যাতে ছাত্ররাই তাদের পছন্দসই ক্ষেত্রে উত্তীর্ণ হতে পারে। 

ইনভিক্টা টেকনিক্যাল কলেজ স্কলারশীপ
ইনভিক্টা টেকনিক্যাল কলেজ দিচ্ছে স্কলারশীপ। ছবি: সংগৃহীত


ঢাকা: 

বাংলাদেশে একটি স্পেশাল অস্ট্রেলিয়ান ভোকেশনাল স্টাডি ইনফো সেশনের উদ্বোধন করেছে ইনভিক্টা টেকনিক্যাল কলেজ । প্রযুক্তিগত ক্ষেত্রে স্বপ্ন পূরণ করার লক্ষ্যে, পরিপূর্ণ নির্দেশনা এবং ভোকেশনাল শিক্ষার আলোকে বাংলাদেশী শিক্ষার্থীদের শক্তিশালী করার জন্য তাদের এই  স্কলারশীপসহ টেকনিক্যাল কোর্স। 

শনিবার, গুলশান ২ এ অবস্থিত অমারি ঢাকা তে অস্ট্রেলিয়ান ভোকেশনাল স্টাডি ইনফো সেশনটি ইনভিক্টা টেকনিক্যাল কলেজের সিইও শ্রীমতি আয়েশা হোসেন দ্বারা পরিচালিত হবে।

উন্নত প্রশিক্ষণ যন্ত্রপাতি এবং দক্ষ শিক্ষক সদস্যদের জন্য প্রশংসা প্রাপ্ত, সিডনি এর অগ্রণী প্রযুক্তিগত কলেজ হিসেবে চিহ্নিত ইনভিক্টা টেকনিক্যাল কলেজ। জ্ঞানপূর্ণ এবং ইন্টারেক্টিভ সেশনের উদ্বোধন এর সাথে ইনভিক্টা টেকনিক্যাল কলেজ ছাত্রদের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান এবং তাদের পছন্দসই ক্ষেত্রে যুক্ত হতে সাহায্য করবে।


Post a Comment

Previous Post Next Post

Contact Form