ডেমরায় ৬৮নং ওয়ার্ডের শ্রমিক লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নিজ কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
ডেমরা থানার ৬৮ নং ওয়ার্ডের শ্রমিক লীগ কমিটি গঠন সভায় উপস্থিত নেতা কর্মীরা। ছবি: ডেমরা প্রতিনিধি |
শুক্রবার আয়োজিত ওই সভায় স্থানীয় শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন কামাল হোসেন তারেক। সঞ্চালনা করেন জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক, ডেমরা থানা শ্রমিক লীগ।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ডেমরা থানা উপদেষ্টা হুমায়ুন কবির, এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই।
সভায় নতুন কমিটির নেতৃবৃন্দ ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের কার্যক্রম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের একটি শ্রমিক সংগঠন, এটি একটি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সাথে যুক্ত। এই শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক আজম খসরু।
আরো পড়ুন: বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান
সংগঠনটি শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সরাসরি যুক্ত এবং আওয়ামী লীগের মঠের কর্মসূচিতে সক্রীয় ভূমিকা পালন করে।