বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে নারায়নগন্জ জেলা বিএনপি’র মহিলা দল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
নারায়ণগঞ্জে বিএনপি’র মিছিলে মহিলা দল নেতৃবৃন্দ। ছবি: নারায়ণগঞ্জ প্রতিনিধি |
নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার এর নেতৃত্বে উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র এই নেত্রী বলেন, “বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে আমরা এই কর্মসূচি পালন করেছি।
মিছিলে শতাধিক নারী কর্মীর উপস্থিতি ছিল। ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে বলে তারা দাবি করেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তার বয়স হয়েছে। তাকে সুস্থ করার জন্য মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা প্রাপ্তির ন্যায্য অধিকার দিতে হবে।