বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত “সাসটেইনেবল ব্যাংকিং ও ফাইন্যান্স” কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে যমুনা ব্যাংক সম্প্রতি “সাসটেইন্যাবিলিটি রেটিং-২০২২ সম্মাননা” গ্রহণ করেছে।
সাসটেইন্যাবিলিটি রেটিং-২০২২ সম্মাননা গ্রহণ করছেন যমুনা ব্যাংক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম। ছবি: সংগৃহীত |
“সাসটেইন্যাবিলিটি রেটিং-২০২” সম্মাননা গ্রহণ করেন যমুনা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন।
আরো পড়ুন: টেলিটক নাম্বার দেখার উপায়
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও বিআইবিএম এর এমিরেটাস ফ্যাকাল্টি ফজলে কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম এর মহাপরিচালক আক্তারুজ্জামান।