হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল: এই দোয়া কেন পড়া হয়?

আরবি ভাষায় বিভিন্ন বহুল ব্যবহৃত বাক্য রয়েছে। যা সারা বিশ্বের মুসলমানরা ব্যবহার করে থাকেন। এসব বাক্য ব্যবহারের সাথে ধর্মীয় আবেগ জড়িত থাকে। এর অর্থ ও গুরুত্ব অনারবদের কেউ কেউ জানে আবার অনেকে জানে না।

মূলত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল শান্তনা দেওয়ার সেরা একটি বাক্য। এর অর্থ "আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং তিনিই শ্রেষ্ঠ কর্মবিধাতা।" যখন কেউ এই বাক্য ব্যবহার করেন, তিনি এর মধ্য দিয়ে একটি দোয়াও করেন। বিপদে পড়লে এই দোয়া পাঠ করার উপদেশ দেন ইসলামিক পণ্ডিতরা।

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
'... যাদেরকে লোকে খবর দিয়েছিল যে, একটা বড় বাহিনী তোমাদের বিরুদ্ধে জড় হচ্ছে, কাজেই তাদেরকে ভয় কর। তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে দিল এবং তারা বলল, ‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল'- আমাদের জন্যে আল্লাহ্ই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক! (সুরা আলে ইমরান, আয়াত-১৭৩)। প্রতীকী ছবি: সংগৃহীত


হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অর্থ কি?

এই বহুল ব্যবহৃত আরবি বাক্যটির শুদ্ধ উচ্চারণ: 'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর ' অর্থ: 'আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী, কার্যসম্পাদনকারী। উত্তম সাহায্যকারী কে? তিনি সৃষ্টিকর্তা। এখানে মহান আল্লাহ’র ওপর ভরসা করার বিষয়ে নসিহত দেওয়া হয়।

বাক্যটি কোরআনের সূরা আল-ইমরানের ১৭৩ নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দেয় যে, আমরা যখনই বিপদে পতিত হই তখনই আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা এবং তাঁর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই আমাদের সবচেয়ে ভালো কর্মবিধাতা।

দোয়াটি (حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ) আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। এটি আমাদেরকে শিক্ষা দেয় যে, আমরা কখনই বিপদে পড়ি না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। তিনি আমাদের সবচেয়ে ভালো কর্মবিধাতা এবং তিনি আমাদেরকে কখনই অসহায় রাখবেন না। তিনি আমাদেরকে সবকিছুর ব্যবস্থা করে দেবেন।

ইসলামিক স্কলাররা বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটি আমাদেরকে ধৈর্যশীল হতেও শিক্ষা দেয়। যখনই আমরা বিপদে পড়ি তখনই আমাদের উচিত ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ আমাদের ধৈর্যকে পুরস্কৃত করবেন এবং তিনি আমাদেরকে বিপদ থেকে মুক্ত করবেন।

প্রশান্তিদায়ক এই দোয়াটির (Hasbunallah wa ni’mal-Wakil) ইংরেজি “Sufficient for us is Allah, and [He is] the best Disposer of affairs.”। এটি আমাদেরকে শান্তি ও প্রশান্তি দেয়। যখনই আমরা এই দোয়াটি পড়ি তখনই আমরা মনে করি যে, আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের সবকিছুর ব্যবস্থা করে দেবেন। এতে আমাদের মনের ভয় ও দুশ্চিন্তা দূর হবে।

আপনি জানলে অবাক হবেন, ‘ফি আমানিল্লাহ’ এর ব্যবহারের  মতই এই দোয়াটির ব্যবহার এর প্রচলন আছে। অর্থ যদিও কাছাকাছি পুরো এক নয়।

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটি খুবই শক্তিশালী দোয়া। এই দোয়াটি আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে এবং আমাদেরকে শান্তি ও প্রশান্তি দেয়। আমরা যখনই এই দোয়াটি পড়ি তখনই আমাদের উচিত মনে করা যে, আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের সবকিছুর ব্যবস্থা করে দেবেন। বিপদ থেকে মুক্তি দিবেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form