চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীরে ২ কি মি ওয়াকওয়ে জনসাধারণের চলাচলের জন্য উম্নুক্ত করেছে বিআইডব্লিউটিএ
ডাকাতিয়া নদীর পাশে সড়ক উদ্বোধন করছেন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা। ছবি: দিনক্ষণ২৪.কম |
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক নির্মিত চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগন্জ এলাকায় ডাকাতিয়া নদীর তীরে চিখটিয়া হতে সুচিপাড়া,ব্রীজ পর্ষন্ত দুই কিলোমিটার ওয়াকওয়ে সাধারণ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে শনিবার।
সড়কটি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম, বীর উত্তম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মোস্তফা কামাল এবং সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা।