দূরের সুর
জিন্নাত ইসলাম
রেলগাড়ি নিয়ে কবিতা। ছবি: মেরু |
ঝিকঝিক ঝিক রেলগাড়িটা
হারিয়ে গেলো দূর,
আমার কাছে রেখে গেলো উদাসী এক সুর।
রেখে গেলো সাগর,নদী,
বন বনানীর বেলা,
একটি দুটি প্রজাপতি খেলছে শখের খেলা।
খেলছে আকাশ রঙ ছড়িয়ে
উলটে কৌটো তার,
ঝিকঝিক রেলগাড়িটা,ডাকছে লাল পাহাড়।