মুসলিমরা মাঝে মধ্যে আরবি ভাষার চর্চা করেন। তবে ভাষাগত দক্ষতা কম থাকায় তারা ছোট ছোট শব্দ ও বাক্যগুলো ব্যবহার করেন। এমনই একটি আরবি বাক্য হলো- ফি আমানিল্লাহ। এই ফি আমানিল্লাহ অর্থ কী?
ফি আমানিল্লাহ অর্থ হল আমি আপনাকে আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম, তিনি আপনাকে নিরাপদে রাখবেন। সাধারণত, কেউ যখন কারো কাছে দোয়া চায়- তাহলে তাকে ফি আমানিল্লাহ বলে জবাব দেওয়া হয়। কোথাও ভ্রমণে বের হবার সময় পথে যেন কোন সমস্যা না হয় সেজন্য বিদায় জানাবার সময় ফি আমানিল্লাহ বলে সাহস দেওয়া হয়।
ফি আমানিল্লাহ বাক্য সম্পর্কে বিস্তারিত জানা তেমন প্রয়োজন নেই। যাদের কৌতুহল রয়েছে নিচের অংশ তাদের জন্য।
ফি আমানিল্লাহ অর্থ কি- নিরাপদে থাকুন। |
আরবি বাক্য ‘ফি আমানিল্লাহ’ অর্থ কী?
ফি আমানিল্লাহ এর অর্থ বাংলায় ‘সৃষ্টিকর্তার কৃপায় আপনি নিরাপদে থাকুন’। এটি অনেকটা আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ এর মত অর্থ দেয়। তবুও অনেক ক্ষেত্রে কেউ খোদা হাফেজ বললেও তার জবাবে ফি আমানিল্লাহ বলা হয়।
‘ফি আমানিল্লাহ’ এর শাব্দিক অর্থ ও একত্র অর্থ
এ বাক্যে ৩ টি আরবি শব্দ রয়েছে। এগুলো হলো- ফি, আমান, এবং আল্লাহ। এগুলোর অর্থ হলো-
|
|
|
|
|
|
|
|
একত্রে ফি আমানিল্লাহ অর্থ মহান আল্লাহ’র নিরাপত্তায় আপনাকে ছেড়ে দিলাম।
ফি আমানিল্লাহ বললে- আপনি অনেকটা নিরাপদ থাকবেন, এমনটাই বিশ্বাস করা হয়।
ফি আমানিল্লাহকে ইংরেজিতে কী বলে?
ফি আমানিল্লাহ আরবি বাক্য। এর ইংরেজি হতে পারে- You will be in the shelter of Allah. আপনি Stay safe বাক্য দ্বারাও একই বিষয় বোঝাতে পারবেন। অনেকে এই বাক্যটিকে ইংরেজিতে ‘I leave you in the custody of Allah’ বলেন।
এগুলো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভনিং, গুডনাইট এর সমার্থক। তবে এসব অনেকটা অভিবাদন হওয়ায় তা বিদায় চাইলে জবাবে ব্যবহার করা যায় না। যখন কেউ দোয়া চায় বা বিদায় নেয় তখন 'Be safe' বলা যায়।
ফি আমানিল্লাহ কি বিদআত?
অনেকেই ফি আমানিল্লাহ বলাকে বিদআত মনে করেন। আবার অনেকে মনে করেন এটি বলাতে কোন সমস্যা নেই। সাধারণ মানুষ মনে করেন ফি আমানিল্লাহ বলে আপনি যদি কাউকে সাহস দেন, তাহলে-সেটি ভাল কাজ। ভাল কাজ করার ব্যাপারে আল্লাহর নির্দেশ তো আছেই। আর ফি আমানিল্লাহ দোয়া’র অর্থ হল আমি আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম। এতে কোন সমস্যা খোঁজা হতে পারে একটু বাড়াবাড়ি-ই। এ ব্যাপারে অহেতুক বিতর্ক এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থান এর সুবিধা নিন।
ফি আমানিল্লাহ কেন বলা হয়?
কাউকে দোয়া দেওয়ার জন্য ফি আমানিল্লাহ বলা হয়। ফি আমানিল্লাহ বলার একটি কারণ-বাংলাদেশে আরবি ভাষার চর্চাকারীদের সংখ্যা বেড়ে গেছে। তবে অনেক মানুষ এই বাক্যের অর্থ এখনও জানে না। বাক্যটি অনেকেই শুনে শুনে ব্যবহার করে।
কাউকে বিদায় জানানোর সময় ফি আমানিল্লাহ বলা হয়।
আরো পড়ুন: শবে কদরের নামাজ পড়ার নিয়ম।
সাধারণত কখন ফি আমানিল্লাহ বলা হয়?
কখন বলতে হয় ফি আমানিল্লাহ সেটি মূলত জানা যাবে প্রসঙ্গ দেখে। কিছু প্রসঙ্গ এখানে উল্লেখ করছি-
- কাউকে বিদায় জানানোর সময় বলা হয় ফি আমানিল্লাহ।
- ভ্রমণে বের হবার সময় কেউ দোয়া চাইলে তাকে বলা হয় ফি আমানিল্লাহ।
- বিপদ-আপদ থেকে বাঁচার জন্য কেউ -দোয়া চাইলে বলা হয়-ফি আমানিল্লাহ।
- অসুস্থতা থেকে আরোগ্যের জন্য দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলা হয়।
- অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির ব্যাপারে আলোচনা করলেও বলা হয় ফি আমানিল্লাহ।
- ফি আমানিল্লাহ বলে কোন কাজে উৎসাহ দেওয়া হয়। সাহস বাড়াতেও এটি বলা হয়।
অর্থ না জেনে এই বাক্যটি বলার মধ্যে কোনে আভিজাত্য নেই। আর এটি কোন হাদিস বা কুরআনের আয়াত দ্বারা অবশ্য পালনীয় বিষয়ও নয়। তবে এটি বললে কিংবা শুনলে মানসিক শান্তি পাওয়া যায়। আপনি এটি বাংলায়ও বলতে পারেন। ইংরেজি বলতে পারেন কিংবা আরবি বা অন্য ভাষায় বলতে পারেন।
তবে অন্যকে ভাল কাজে উৎসাহদান ও বিপদে সাহসদানের জন্য আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হতেও পারেন। আর যার উদ্দেশ্যে এটি বলা হচ্ছে তিনি সত্যিই আল্লাহর আশ্রয়ে নিরাপদে থাকতে পারেন।