মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নাম্বার জানা জরুরি। কখনো ফোন হারিয়ে গেলে এই নাম্বার ছাড়া থানায় জিডি করাও মুশকিল হয়ে পড়ে।
ফোনের ব্যাটারি স্থাপনের স্থানটিতে ফোনের আইএমইআই নাম্বার লেখা থাকে। তাছাড়া ফোন কেনার সময় যে বক্স দেওয়া হয়, সেখানেও আইএমইআই (IMEI) নাম্বারটি লেখা থাকে। এর মাধ্যমে পাওয়া সম্ভব না হলে আপনি একটি ইউএসএসডি কোড ডায়াল করে আইএমইআই নাম্বার পেতে পারেন। এর কোনটির সুযোগ না থাকলে আপনি গুগল এর মাধ্যমে জানতে পারবেন হারানো মোবাইল ফোনের IMEI নাম্বার।
নিচে বিস্তারিত সচিত্র নিয়ম দেখানো হলো-
Photo: Dziana Hasanbekava, Pexels |
মোবাইল ফোনের আইএমইআই নাম্বার কীভাবে জানবেন?
আইএমইআই (IMEI) নাম্বার জানার জন্য ডায়াল প্যাডে লিখুন- *#০৬# এবং ডায়াল বাটনে ট্যাপ করুন। পপ আপ স্ক্রিনে আইএমইআই (IMEI) নাম্বারটি দেখাবে। এবার নাম্বারটি লিখে রাখুন ডায়েরিতে।
ফোন কেনার সময় ফোনের বাক্সেও এই নাম্বারটি দেওয়া থাকে।
কিন্তু যদি ফোনের বক্সটা পাওয়া না যায় অথবা ফোনটি থেকে ওই কোড নাম্বারটি ডায়াল করে আইএমইআই (IMEI) নম্বর জানার আগেই ফোনটি হারিয়ে যায় তখন কী হবে? কীভাবে জিডি করা হবে বা কীভাবে ফোন খোঁজা হবে?
আরো পড়ুন: ই-সিম ব্যবহারযোগ্য হ্যান্ডসেট মডেলগুলো।
ফোন হারিয়ে গেলে আইএমইআই (IMEI) নাম্বার বের করার নিয়ম
ফোন হারিয়ে গেলেও আইএমইআই (IMEI) নাম্বার বের করার চেষ্টা করা যায় যদি ফোনটিতে গুগল একাউন্ট কখনো লগ ইন করে থাকেন। চলুন দেখি- মোবাইল ফোন হারিয়ে গেলে কীভাবে গুগল থেকে আইএমইআই (IMEI) নাম্বার বের করা যায়।
স্টেপ-১: লগ-ইন
অন্য একটি ফোন কিংবা ডেস্কটপ বা ট্যাব হাতে নিন
গুগল ক্রোম এ যান এবং গুগল এ যান।
গুগল একাউন্ট লগ-আউট করেন। যদি ভিন্ন আইডি হয়।
হারিয়ে যাওয়া ফোনে যে আইডি দিয়ে লগইন করা ছিল সেটি দিয়ে লগ-ইন হন করুন।
স্টেপ-২: একাউন্ট ম্যানেজমেন্ট দেখা
এবার ছবি আইকনে ট্যাপ করুন। এটির মাধ্যমে একাউন্টে প্রবেশের দরজা পাওয়া যায়।
তারপর একাউন্ট ম্যানেজমেন্ট অপশন পাবেন। সেখানে যান।
একাউন্ট ম্যানেজমেন্ট ড্যাসবোর্ডে সিকিউরিটি সেটিংস বাটন থাকবে।
সিকিউরিটিতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন কোন কোন ডিভাইসে এই গুগল আইডি ব্যবহার করা হয়েছিল তার তালিকা দেখাচ্ছে।
স্টেপ-৩: ডিভাইস আইএমইআই নাম্বার যেভাবে জানবেন।
এরপর ডিভাইস তালিকার নিচে থাকবে ‘ফাইন্ড এ লস্ট ডিভাইস (Find a lost device)’ বাটন। এতে ক্লিক করুন।
এখন গুগল আপনাকে ডিভাইস তালিকা দেখাবে। এক বা একাধিক ডিভাইস এর নাম সেখানে থাকবে।
আপনার হারিয়ে যাওয়া ফোন কোনটি দেখুন। তার সামনে একটি রাইট এ্যারো বাটন থাকবে। ওই বাটনে ক্লিক করতে হবে।
তারপর আবার একই তালিকা দেখাবে। আপনার হারিয়ে যাওয়া ফোন কোনটি দেখুন। তার সামনে এবার একটি আই বাটন থাকবে। আই মানে ইনফো। আই বাটনে ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে কাঙ্ক্ষিত আইএমইআই নাম্বার ভেসে উঠবে। সাথে ম্যাপ শো হতে পারে। নিচের ছবিটি দেখুন।
এবার আপনার থানায় জিডি করা কিংবা ফোন খোঁজার চেষ্টা করার পথ সহজ হয়ে গেল।
আইএমইআই এর পূর্ণরূপ কী?
মোবাইল ফোনের আইএমইআই এর পূর্ণরূপ হলো- International Mobile Equipment Identity.
এই নাম্বারটি দিয়ে একটি ফোনকে তার সিম কার্ড ছাড়াই খুঁজে বের করা যায়। খোঁজার কাজটি আইন শৃংখলা রক্ষা বাহিনীর দায়িত্বে আছে।
কখনো ফোনের আইএমইআই নাম্বার পেলেই হারানো মোবাইল ফোন পেয়ে যাবেন ব্যাপারটা এত সহজও নয়। সেটি পাবার জন্য কথিত জনগণের বন্ধু পুলিশের অনেক বেশি সাহায্যকারী মনোভাব থাকতে হয়।