হজরত আয়েশা (রা.) মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে জিজ্ঞেস করেছিলেন, ‘হে রাসূল, শবে কদরের রাতে আমার কোন দোয়াটি পড়া উচিত?' তিনি তাকে পড়ার জন্য নির্দেশ দিলেন: ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।’ (সুনানে ইবনে মাজা)
ওপরের দোয়াটির বাংলা অর্থ- ‘হে আল্লাহ! আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন। তাই আমাকে ক্ষমা করে দিন।’
লাইলাতুল কদর বা শবে কদর একটি অত্যন্ত পবিত্র রাত। বা মহিমান্বিত রাত। শব একটি ফার্সি শব্দ। যার অর্থ রাত। আবার লাইলাতুন আরবি শব্দ। এটির অর্থও রাত। কদর আরবি শব্দ। যার অর্থ মর্যাদা।
এই পবিত্র কদর রাতে আল্লাহর অশেষ রহমত ও উপহার বর্ষিত হয়।আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ভাল কাজ ও প্রার্থনা উত্তম।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শবে কদরের রজনিতে মুসলমানরা গভীর রাত পর্যন্ত নফল নামাজ (বাধ্যতামূলক নয়), কোরআন পাঠ, আল্লাহকে স্মরণ এবং নিজের কৃত গুনাহর জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকেন।
আরবিতে শবে কদরের নামাজের নিয়ত (আরবিতে পড়া বাধ্যতামূলক নয়)
‘নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়া'লা রাকআ'তাই ছালাতি লাইলাতিল কদর-নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।’
অর্থ: আমি কাবামুখী হয়ে আল্লাহর (সন্তুষ্টির) জন্য শবে কদরের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবর।
শবে কদরের নামাজ পড়ার নিয়ম (বিশেষ নিয়ম নেই)
কেন ২৭ রমজান রাতকেই শবে কদর মনে করা হয়?
ভাগ্য রজনী কোনটি?
সূরা কদর
আয়াত |
বাংলা
অর্থ |
ইন্নাআনঝালনা-হু
ফী
লাইলাতিল
কাদর। |
আমি
একে
নাযিল
করেছি
শবে-কদরে। |
ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর? |
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? |
লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। |
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। |
তানাঝঝালুল
মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। |
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। |
ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা’ইল ফাজর। |
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। |