ত্বকে আঁচিল খুব বেমানান ও বিব্রতকর। কিছুটা ফোস্কার মত আবার এটি দীর্ঘস্থায়ী হয়। একবার আঁচিল উঠলে যেন আর যাবার নাম করে না। মুখের আাঁচিল সুন্দরকে অসুন্দর করে দেয়। আাঁচিল দূর করার জন্য কি কোন উপায় নেই?
কলার খোসা- একটি আঁচিল দূর করার উপায়। কলার খোসার সাদা অংশ আঁচিল দূর করে। আঁচিলের সমস্যা দূর করতে বেশ কার্যকরী কলার খোসা। আঁচিলের ওপর কলার খোসা ঘষে নিয়ে পরে ধুয়ে ফেলা যায়।
আঁচিল দূর করার উপায় এবং এক্ষেত্রে কলা কীভাবে ও কেন কাজ করে তা জানতে পুরো পোস্টটি পড়ুন।
আঁচিল দূর করার উপায় হিসেবে কলার খোসা কেন কাজ করে?
ওষুধের পরিবর্তে কলার খোসা ঘষে করে আঁচিল দূর করতে পারেন।যদিও আঁচিল দূর করার জন্য সাধারণ ও হোমিও ওষুধ প্রয়োগ করা হয়।
কলার খোসাতে রয়েছে অনেক গুণ । প্রচুর পরিমাণ মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রূপচর্চায় কলা বিশেষ উপকারী।
আঁচিলের সমস্যা দূর করতে কলার খোসা বেশ কার্যকরী।
আরো পড়ুন: রসুনের উপকারিতা: রসুন খেলে ত্বক উজ্জ্বল হয় কেন?
আঁচিল দূরীকরণে কলার খোসা কীভাবে ব্যবহার করবেন
কলার খোসার অনেক গুণ। শরীরের যে অংশে আঁচিল দেখা দিয়েছে-সে অংশে কলার খোসার সাদা অংশটা অনেকটা সময় ধরে ঘষুন।
ত্বকের যেখানে আঁচিল-সেখানে এক টুকরো কলার খোসা চাপা দিয়েও রাখতে পারেন। গজ ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিন সেই জায়গা- আরো ভাল হবে।
আশা করি চিরতরে বিদায় নেবে আপনার আঁচিলের সমস্যা।
আঁচিল দূর করার অন্য উপায়?
আঁচিল দূর করতে কলার খোসা ছাড়াও রসুন ব্যবহার করা হয়। এছাড়া আছে সার্জিক্যাল উপায়। আপনি অ্যাপল সাইডার ভিনেগার নিয়ে মোলের উপর রেখে ব্যান্ডেজ করে রাখতে পারেন।
আরো একটু জটিল উপায় হলো- বেকিং সোডা আর ক্যাস্টর অয়েল মিক্স করে ত্বকের মোল বা আঁচিলের ওপর লাগানো।
এমনকি স্ট্রবেরির রস কিংবা আঙ্গুরের রসও ব্যবহার করা যেতে পারে আঁচিল সরাতে।
হোমিও ওষুধ সেবন করেও আঁচিল দূর করা যায়।
আঁচিল কেন হয়?
ত্বকের এক ধরনের কোষ থাকে-যার নাম মেলানোসাইট। এই মেলানোসাইট পিগমেন্ট বা রঞ্জক পদার্থের জন্য দায়ী। এ কারণেই আমাদের মানুষ ভেদে গায়ের রং ভিন্ন হয়। বেড়ে উঠার সময় এই মেলানোসাইট কোষগুলো ত্বকের সব জায়গায় সমানভাবেই বাড়ে। যদি সমানভাবে না বাড়ে তখন সেটি আঁচিল হয়। গুচ্ছাকারে বৃদ্ধি পায় বলেই মোল হিসেবে আসে।
কলার খোসা দিয়ে আঁচিল দূর করার উপায় আলোচনা করা হলো। মূলত এখাসে কলার খোসার সাদা অংশটি বেশি গুরুত্বপূর্ণ। কলার শুধু খাদ্য গুণ-ই আছে তা নয়-এর আছে ভেষজ গুণও। আঁচিল দূর করার আরো উপায় আছে আমরা শুধু কলার খোসা দিয়ে আঁচিল দূর করার উপায় উপস্থান করলাম।