কাতার বিশ্বকাপ ফুটবল থেকে ব্রাজিল বিদায় হলো, সেমিফাইনালে ক্রোয়েশিয়া

কাতার: ব্রাজিল আর এগুতে পারলো না। সমর্থ কদের হতাশ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হেরে গেলো। এক্সট্রা টাইমে পাওয়া গোল নাটকীয়ভাবে ফিরিয়ে দিয়ে দারুন ট্রাইবেকারে সেমিফাইনালে উঠে গেল ক্রোয়েশিয়া।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূ্ন্য ড্র করে ব্রাজিল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে নেইমারের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার ঠিক দশ মিনিট ব্যবধানে পেটকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

খেলা ১-১ ড্র হওয়ায় টাইব্রেকার হয়। পেনাল্টিশুটাউটে ব্রাজিলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় গত আসরের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।

হারলে বিদায়। জিতলে সেমিফাইনাল নিশ্চিত। এমন কঠিন সমীকরণের ম্যাচে শুক্রবার কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। 

১০৫ মিনিটে নেইমারের গোল মাঝ মাঠ থেকে বল নিয়ে ওয়ান-টু করে এগিয়ে যান। শেষ টাচটা দেন লুকাস পাকুয়েতা। সর্বশেষ গোলরক্ষ লিভাকোভিককে কাটিয়ে ক্রোয়েশিয়ার গোল পোস্টে বল ছেড়ে দেন নেইমার।

কাতার বিশ্বকাপ ফুটবল থেকে ব্রাজিল বিদায় হলো, সেমিফাইনালে ক্রোয়েশিয়া


ছবি: সংগৃহীত

Post a Comment

Previous Post Next Post

Contact Form