ভারত বাংলাদেশ মৈত্রী ও সাহিত্য সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক উৎসব, লেখক সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২২ অনুষ্ঠিত হয়েছে গত ১৮.১০. ২০২২ ইং শুক্রবার, কচিকাঁচার মেলা মিলা নয়ন সেগুনবাগিচা, ঢাকায়।
লেখক সম্মেলনে কবি সৈয়দা রাশিদা বারী 'সাহিত্য বিদ্যা বিনোদন' উপাধি লাভ করেন। তিনি ক্রেস্ট ও প্রশংসা পত্র গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরীর হাত থেকে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ। প্রধান আলোচক ছিলেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সহ-উপাচার্য প্রফেসর ডক্টর জিয়াউল হক মামুন। স্বাগত বক্তব্য দেন তৌহিদুল ইসলাম কনক। তিনি ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক।
সভাপতিত্ব করেন মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান আচার্য নজরুল ইসলাম তামিজি। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি: বাংলাদেশ মৈত্রী ও সাহিত্য সংস্কৃতি পরিষদ