লেখক ও কবি সৈয়দা রাশিদা বারী পেলেন সব্যসাচী লেখক উপাধী। তাকে সম্মাননা প্রদান করেছে ‘শুদ্ধচিত্র বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। ঢাকার গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ‘সব্যসাচী লেখক’ উপাধিতে ভূষিত করে সংগঠনটি।
শুদ্ধচিত্র বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি কামরুজ্জামান কায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর সিনিয়র ডেপুটি গভর্নর।
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সৈয়দা রাশিদা বারী জাতীয় সচিত্র মাসিক ‘স্বপ্নের দেশ’ পত্রিকার সম্পাদক। তার জন্ম কুষ্টিয়া জেলায়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১শ’রও বেশি।