এই নারীর নাম ডায়ানা আর্মস্ট্রং। যিনি আমেরিকার নাগরিক। তিনি ৪২ ফুট দীর্ঘ হাতের নখ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। গত ৩ আগস্ট গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডস এ মজার তথ্য জানায়।
এ খবরে বেশ হইচই পড়ে যায় সারা বিশ্বের মানুষের মাঝে। এত বড় নখ তিনি কীভাবে করতে পারলেন তা নিয়ে সবার মনে প্রশ্ন।
খবরে জানা যায়, ১৮ ফুট ৮ ইঞ্চি দীর্ঘ আশ্চর্য নখ নিয়ে এর আগে এই বিশ্বরেকর্ড গড়েছিলেন মার্কিন আরেক নারী আয়ানা উইলিয়ামস। তবে শেষ পর্যন্ত তিনি তার রেকর্ড গড়া নখগুলো কেটে ফেলেছিলেন বলে তার ব্যাপারে খুব আর আগ্রহ নেই কারো। এবার ডায়ানা আর্মস্ট্রং তার জায়গাটি দখল করলেন তার বড় রঙিন নখগুলো দিয়ে।
৬৩ বছর বয়সী যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা ডায়ানা আর্মস্ট্রংয়ের দুই হাতের নখ ৪২ ফুট ১০ দশমিক চার ইঞ্চি লম্বা। এটি রীতিমত হতবাক করে আমাদের। একটি বিবৃতিতে গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে বলা হয়, তার এই নখ নিয়ে তিনি এখন আগের সব রেকর্ড ভেঙ্গেছেন।
পড়ুন: নারীর কপালে টিপ কিসের ইঙ্গিত বহন করে?
হাস্যকর হলেও সত্যি-ডায়ানা আর্মস্ট্রং গত ২৫ বছর ধরে তার হাত-পায়ের নখ কাটেন না। তবে তিনি গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর ভাবনার কথা তার আত্মীয় স্বজনদের জানান নি। অবশেষে তিনি সফল হলেন।