অধিকৃত পশ্চিম তীরের আল-আরব শরণার্থী ক্যাম্পের প্রবেশমুখে ইসরাইলি বাহিনী গোফরান ওয়ারাসনাকে বুকে গুলি করা হয়। পরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
গোফরান ওয়ারাসনা নামে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।
৩১ বছর বয়সী ওয়ারাসনাকে বুকে গুলি করা হয়। পরে রক্তক্ষরণে এই নারীর অকাল মৃত্যু হয়।
ফিলিস্তিনি সূত্র বলছে, অধিকৃত পশ্চিম তীরের আল-আরব শরণার্থী ক্যাম্পের প্রবেশমুখে এ হত্যাকাণ্ড ঘটে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ারাসনাকে গুলি করার ২০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের তার কাছে ভিড়তে দেয়নি ইসরাইলি বাহিনী।
ইসরাইলি মিডিয়ার খবর অনুযায়ী, ইসরাইলি বাহিনী দাবি করছে, ওই নারী ছুরি হামলার চেষ্টা চালিয়েছিল। বিশ্লেষণ বলছে, ইসরাইলি বাহিনী সাধারণত তাদের অপরাধ ঢাকতে এমন অভিযোগ এনে থাকে।
ইজরাইলি বাহিনী ফিলিস্তিনে আন্তর্জাতিক রীতি নীতি ও মতামত উপেক্ষা করে গুলি ও বোমা বর্ষন করে আসছে। প্রায়শই খবরে আসছে সেখানকার বাসিন্দাদের মৃত্যু কিংবা ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে দখলদার ইজরাইলি বাহিনী।
গোফরান ওয়ারাসনার হত্যার খবরে নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন দেশের মুসলিম জনতা ও অন্যান্য ধর্মের অনুসারীরা। রক্তপাত কখনো সমস্যার সমাধান করে না, বরং সমস্যা বাড়িয়ে তোলে।