এরদোগান পুতিনকে বলেছেন, রাশিয়া ও যুদ্ধরত দেশের মধ্যে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এ লক্ষ্যে আলোচনা করার জন্য তুরস্ক ওইসব পক্ষগুলোর সাথে বসতে চায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার ফোনে কথা বলেছেন তুরস্কের প্রতাপশালী প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।
প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন যে তার দেশ রাশিয়া এবং জাতিসংঘের সঙ্গে ইস্তানবুলে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে এবং যুদ্ধরত পক্ষগুলো রাজি হলে সম্ভাব্য পর্যবেক্ষন প্রক্রিয়ায় অংশ নিতে পারে তার দেশ।
এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে, যুদ্ধের নেতিবাচক দিকগুলো যেন কম থাকে সেদিকটি নিশ্চিত রাখতে তিনি যেন পদক্ষেপ নেন।
এরদোগান পুতিনকে আরও বলেছেন, রাশিয়া ও নিকটবর্তী ইউরোপের অন্য দেশের মধ্যে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন।
রাশিয়া ও তাদের প্রতিনিধিরা সর্বশেষ ২৯ মার্চ তুরস্কে আলোচনায় বসেছিলেন। কিন্তু তুরস্কের মধ্যস্থতায় হওয়া সে আলোচনায় কোনো উল্লেখযোগ্য ফল অর্জিত হয় নি। অর্থাৎ যুদ্ধ বন্ধ হয় নি।
তুরস্ক ইউরোপের সংকট কমিয়ে আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট আন্তর্জাতিকভাবে তুরস্ককে বেশ শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরতে ভূমিকা রাখছেন বলে বিশ্লেষকদের মন্তব্য।