জিজলি (Xisly.com) একটি প্রযুক্তি সেবা সাইট

 

Xisly

জিজলি (Xisly.com) একটি ডোমেইন নেম। এটি প্রযুক্তিখাতের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে বাজারে এসেছে। এটি এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। বিনিয়োগগত বিভিন্ন পর্যায় সামলাতে পারলে এটি বাংলাদেশ ও বিশ্বে বেশ নাম করবে বলে ধারণা করা হচ্ছে।

পড়ুন: কীভাবে একটি ওয়েবসাইট খোলা যায়?

ডোমেইন নেম জিজলি একটি ডোমেইন কিন্তু এটি ডোমেইন ও হোস্টিং নিয়েও কাজ করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রযুক্তি বিষয়ক সেবা সকলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা তাদের রয়েছে।

অন্যান্য প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলোর মত ওয়েবসাইট ডিজাইন টুল এবং প্রয়োজনীয় অন্যান্য অ্যাপ নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে জিজলির।

জিজলি এমন একটি আইটি উদ্যোগ যা দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাবনাময় এবং ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জািতিক বাজারে জায়গা করে নিতে চায়। এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান ও অন্যান্য দেশে তাদের এজেন্সি খোলার চেষ্টা করছে।

বর্তমানে নিজস্ব ওয়েবসাইট ডেভেলপমেন্টের পরিকল্পনায় রয়েছে জিজলি । যেন ব্যবহারকারীদের সর্বোচ্চ সহজ, কার্যকর ও আকর্ষণীয় সেবা দিতে পারে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form