‘সাকিব আল হাসান ক্রিকেট না খেললে না খেলবে। তাকে নিয়ে এত লুতোপুতো কাতুপুতো করার কি আছে।’ এমনই মনোভাব ক্রিকেট বোর্ডের। সাকিব সম্প্রতি ঘোষণা দেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না।
আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু সমস্যা রয়েছে, এবং সেসব সমস্যা নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে ক্ষোভ রয়েছে, তারা সেটা বিভিন্ন সময় প্রকাশও করেন।
কিন্তু আশ্চর্যজনকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি সাকিবের খেলতে না চাওয়াকে তেমন পাত্তা দিতে চাইলেন না। তিনি বললেন যে, সাকিব না খেললে না খেলবে। তাকে না পেলে তাদের কিছু ক্ষতি হলেও তার কিছু এসে যায় না।
ক্রিকেট ভক্তদের এবং সাকিব ভক্তদের ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের এমন মন্তব্য হতাশ করেছে।
এদিকে সাকিবেরও বিরুদ্ধে একটু অস্বস্তি রয়েছে নানামহলে। তিনি খেলায় ভালো, তিনি বিজনেস করতে চাইছেন এবং তিনি জাতীয় সংসদের সদস্য হতেও চাইছেন। তিনি ওইসব ব্যাপারে এত বেশি সময় দিচ্ছেন ও জনসংযোগ করছেন যে এতে তার প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে অনেকে।
সাকিব যদি না খেলে তাহলে কি আসলেই ক্রিকেট বোর্ডের সমস্যা নেই। আসলে এটি সত্য নয়। সাকিব অলরাউন্ডার ক্রিকেটার। তিনি সমানতালে সব ক্ষেত্রে দক্ষ ক্রিকেটার। তিনি সেই জন্য জনপ্রিয় এবং তিনি বিজ্ঞাপনও করেন বিভিন্ন ব্র্যান্ডের।
পড়ুন: আগামী বছর নিজের মালিকানাধীন ক্লাবে খেলবেন মেসি।
অবশ্য সাকিব আল হাসান অবসর নিতেই পারেন। সারা জীবনতো আর কেউ খেলে না। খেলা ছাড়াও অন্য জীবন আছে মানুষের। অন্য স্বপ্নও আছে।