কম দামে ভাল ফোন কি আসলেই পাওয়া যায়? একটি কম দামা ফোন আপনার পকেটের কিছু টাকা বাঁচিয়ে দিলেও সেটা আসলে স্বল্প সময়ের জন্য।
দীর্ঘমেয়াদে আপনার পকেটের স্বাস্থ্যের বারোটাই বাজাবে একটি কমদামা ফোন। চলুন দেখি একটি কম দামী ফোন কী কী ঝামেলা নিয়ে আসে।
কম দামে ভালো ফোন নিলে যেসব ঝামেলা হবে
১. ফোনটি প্রায়ই হ্যাং হয়ে যাবে। এই ঝামেলাটি আপনার সময় নষ্ট করবে।
২. ফোনটির ব্যাটারি বেশিক্ষণ আপনাকে কাজ করতে দেবে না।
৩. ফোনটি গরম হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। ফলে আপনার হাত পুড়ে যাবে। কান গরম হয়ে যাবে। মাথা গরম হবে। ত্বক ও চুলের সমস্যা হতে পারে।
৪. খুব বড় সাইজের মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবেন না
৫. ক্যামেরায় যেসব ছবি উঠাবেন তা কমার্সিয়াল পারপাসে ব্যবহারের উপযোগী হবে না।
৬. ফোনে খুব বেশি ফিচার থাকবে না।
৭. ফোনের সাউন্ড এলোমেলো টাইপের হবে। কখনো জোরে শুনবেন। কখনো আস্তে। কখনো আপনার কথা পাশের অন্যে শুনবে।
৮. মোবাইল ফোনে কথা বলার সময় নেটওয়ার্ক ভাল পাবেন না।
৯. ফোনের ডিসপ্লে থেকে যে আলো আসবে তা সহনীয় হবে না।
১০. টর্চ এর আলো হবে খুবই কম। দরকারের সময় ভাল করে ব্যবহার করতে পারবেন না
পড়ুন: পণ্যের সাথে পণ্য ফ্রি: সমালোচিত মার্কেটিং কৌশল।
বিস্তর সমস্যা থাকে একটি কম দামের মোবাইল ফোনে। কিনলে একটি ভাল মানের স্মার্ট ফোন কিনা উচিত। অথবা সাধারণ ফোন। কম দামে ভালো ফোন কখনোই দীর্ঘদিন টেকে না। ফলে কিছুদিন পরপর নতুন ফোন কিনতে হয়। অথবা বারবার সারাতে দিতে হয় দোকানে।