শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য

 নানান ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করলে সকলের জন্যই ভাল। খ্রিস্টান, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, ইত্যাদি ধর্মের মানুষ সকলেই চায় শান্তি। তাহলে ধর্মের দোহাই দিয়ে সংঘাত হয় কেন? এসব বিষয় গভীর ভাবে চিন্তা করে আমাদের একটি সরল সমাধানে আসা উচিত। অন্যের ওপর নিজের মতামত চাপিয়ে দেওয়ার একটা খারাপ স্বভাব মানুষের মাঝে থাকে। সেই খারাপ স্বভাবটাকে একটুও গুরুত্ব না দিয়ে আমাদের পরমতসহিষ্ণুতার চর্চা  বাড়ানো উচিত । শান্তিপূর্ণ সহাবস্থান থাকলে সবদিক থেকেই ভাল।

peace religion


শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত না করলে কী সমস্যা হয়

মানব সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি। এই সহাবস্থানটা না থাকলে প্রথমত যে সমস্যাটা হবে তাহলো সংঘাত। দ্বন্দ্ব-সংঘাত লাগলে এর বিরূপ প্রভাব সমাজকে ধ্বংস করে দেয়। রক্তপাত সমাজের সদস্যদের অর্থনৈতিক ক্ষতিও করে। দাঙ্গা লেগে যায়। হানাহানি-মারামারি-হিংসা এসব কোন ধর্মেই জিইয়ে রাখতে বলা হয়নি। কিন্তু ধর্মের দোহাই দিয়ে এসব মানব বিধ্বংসী বিষয় জিইয়ে রাখা হয় অশিক্ষিত সমাজে। শান্তিপূর্ণ সহাবস্থান না থাকলে সমাজটার প্রবৃদ্ধি ঠিকমত হয় না।

শান্তিপূর্ণ সহাবস্থানের কিছু সুবিধা

-সংঘবদ্ধ থাকার ফলে মানুষের মূল্যবোধ ঠিক থাকে
-শান্তিপূর্ণ সহাবস্থান সমাজে কল্যাণ বয়ে আনে
-বিপদ আপদে একজনের পাশে আরেকজন দাঁড়ায়
-শিক্ষা-সংস্কৃতির বিনিময়ের ফলে সমাজ এগিয়ে যায়
-ধর্মের নামে চালিয়ে দেওয়া অধর্ম ও কুসংস্কারগেুলোকে চিনতে পারা যায়
-পরের উপকারের মনোভাব বাড়তে থাকে

Post a Comment

Previous Post Next Post

Contact Form