জব মানেই চাকুরি নয়

 

Work Life

জব এর বাংলা চাকুরি বলা হলেও আদৌ কি এটা ঠিক আছে? আমাদের কি একটু পরিবর্তন চাই? জবের বাংলা কী হতে পারে?

জব হলো কাজ বা দায়িত্ব। এটি কখনোই চাকর বাকরের কাজ হতে পারে না। সাধারণত চাকর বাকর হতে এম এ পাস করতে হয় না। কিন্তু বাংলাদেশে কাজকে চাকুরি বলা হয়। চাকুরি শব্দটি চাকরগিরি শব্দের বিকৃত রূপ হয়ে থাকতে পারে।

আমরা যখন কোন অফিসে কাজ নেই তখন সেই অফিস যদি আমাদের চাকর মনে করে তাহলে সেটা হবে একটা উপহাস। এটা পরিতাপের বিষয়। এই চাকুরি শব্দটি কাজের সমার্থক হতে পারে না।

এই চাকুরি শব্দটি সমাজে প্রচলিত আছে বলেই আজ উদ্যোক্তা ও অন্যান্য কাজের সহযোগিদের মাঝে ভাল সম্পর্ক গড়ে উঠতে পারে না। 

চাকুরির সমার্থক শব্দ হলো দাসবৃত্তি, গোলামি ইত্যাদি। আমরা কি অফিসে কারো গোলামি করি? সেরকম হলে কি আমরা অফিসে সবাই যেতাম? কেউ কেউ হয়ত চাকর বাকর হয়ে থাকবে। সবাই নয়। এবং সেবক শব্দটি দাস বা চাকর শব্দের সমার্থক হতে পারে না।

চাকুরি শব্দটির ইংরেজি জব। এটার বাংলা হতে পারে কাজ। আর যারা কাজ করবেন তাদেরকে বলতে পারি কর্মী। চাকুরে বা চাকুরিজীবী নয়। এটা বৈষম্য টিকিয়ে রাখতে সাহায্য করবে। কখনোই জব মানেই চাকুরি নয়। 

পড়ুন: মানবপাচার ভয়াবহ অপরাধ

মানুষ নির্বোধের মত নিজেদের কর্মী হিসেবে পরিচয় দিতে চাকুরে শব্দটি ব্যবহার করে যাবে এটা কাম্য নয়। মানুষের জ্ঞান পশুর বুদ্ধির চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু কোন পশু-পাখি অন্য পশু-পাখির স্বজাতি বা বিজাতির চাকর বা চাকুরে হয় না।


Post a Comment

Previous Post Next Post

Contact Form