জিমেইল খোলার নিয়ম খুব সহজ। ফেসবুকে বা দারাজে অনেকে শুধু মোবাইল ফোন নাম্বার দিয়ে একাউন্ট খোলে। এটির পাশাপাশি ইমেইল ঠিকানা দিয়েও ওইসব একাউন্ট খোলা যায়। একারণে একটি জিমেইল একাউন্ট লাগে।
আপনার একটি জিমেইল একাউন্ট খোলা থাকলে অনেক ক্ষেত্রেই সুবিধা পাবেন। এটি ফ্রি। যদিও এর প্রিমিয়াম ভার্সন রয়েছে। যা বিজনেস এর ক্ষেত্রে কাজে লাগানো হয়।
জিমেইল খোলার নিয়ম
আপনার লাগবে-
-নাম
-জন্ম তারিখ
-ঠিকানা (জিপকোডসহ)
-একটি সচল মোবাইল নাম্বার
এরপর চলে যান gmail.com য়ে। আপনি একটি মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকেও নামিয়ে নিতে পারেন।
জিমেইল ব্যবহারে সতর্কতা
জিমেইল একাউন্টের তথ্য কারো কাছে জানাবেন না। জানালে আপনার জিমেইল একাউন্টে অন্য কেউ ঢুকে গিয়ে ঝামেলা করবে। বা হ্যাক করে তা দখল করে নেবে। ঝুঁকিপূর্ণ লিংকে জিমেইল আইডি পাসওয়ার্ড দিলেও ঝামেলা হতে পারে। জিমেইল আইডি এবং পাসওয়ার্ড ভুলে যাবেন না।
পড়ুন: কীভাবে একটি ওয়েবসাইট খোলা যায়?
একটি জিমেইল একাউন্ট থাকলে শুধু ইমেইলই নয়। আপনি সুবিধা পাবেন অন্য অনেক কিছুরই। জিমেইল একাউন্টের মাধ্যমে গুগলের প্রায় সকল সুবিধা উপভোগ করা যায়।