সত্যি বলতে হিসাব খুব সোজা। ফ্যাশনের ক্ষেত্রে পোশাক যদি বানিয়ে পরতে খরচ বেশি হয়। তাহলে কিনে নেওয়াই ভাল। পোশাকটি কিনতে গেলে তার মাপজোখ ঠিক বুঝে নিবেন। কাপড় কাটা ও সেলাইয়ের মাপ উল্টা পাল্টা হলে বারবার দর্জির কাছে ছুটতে হয়। যা খুব ঝামেলার কাজ। অনেক সময় পোশাকটি আর পরার যোগ্য থাকে না। এতো গেলো পোশাক বানানোর ব্যাপার। যদি কিনতে চান তাহলেও কিছু বিষয় মাথায় রাখা ভাল।
পড়ুন: নারীর কপালে টিপ কিসের ইঙ্গিত বহন করে?
শরীরকে ঢেকে রাখার বিষয়টি এখন শুধু ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নেই। এখন শরীরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পোশাক পরে মানুষ। রুচিবোধ মানুষের পোশাক নির্বাচনে ভূমিকা রাখে। সুন্দর পোশাক মনকেও রাঙিয়ে তোলে।
পোশাক কিনতে বেশি খরচ হয় তাহলে বানিয়ে নেওয়াই ভাল। মাপ ঠিকঠাক হবে। তবে দেখে শুনে কিনতে পারলে মন্দ হয় না। কম খরচে একটি ভাল পোশাক কিনতে পারবেন। পোশাকে মনের মত কাজ আছে কিনা, ডিজােইন, মাপ ইত্যাদি বুঝে বেছে নেওয়ার সুযোগ এখন ফ্যাশন দোকানগুলো দিচ্ছে। টেক্সটাইল শিল্পের পাশাপাশি তাই তৈরি পোশাক শিল্প এখন জনপ্রিয়।
যারা শরীরের সাথে ভালভাবে পোশাক ফিটিং করতে চান তারা ভাল দর্জির কাছে কাপড় কিনে দিতেই পারেন। অবশ্যই দর্জি যেন একটু এ ব্যাপারে জানাশোনার লোক হয়।