চুলকে ভাল রাখতে এবং মাথায় খুশকি যেন না হয় সেজন্য চুলে শ্যাম্পু তো করতেই হবে। কিন্তু চুলে কতদিন পরপর শ্যাম্পু করবো। চুলে কতদিন পরপর শ্যাম্পু করবো এটা খুব কমন প্রশ্ন। চুলের যত্ন ঠিকভাবে নেওয়ার জন্য চুল শ্যাম্পুর নিয়ম জানা উচিত। অনিয়মে চুলের ও মাথার ক্ষতি হতে পারে।
সপ্তাহে কতবার শ্যাম্পু করলে ভালো থাকবে চুল?
আসুন জেনে নেই চুলে কতদিন পরপর শ্যাম্পু করবো। বিউটি সচেতনরা বলেন। চুলে ৭দিন পরপর শ্যাম্পু করলে ঠিক আছে। তবে এক্সপার্টদের পরামর্শ হলো- চুলে প্রতি ৪ থেকে ৫ দিন অন্তর শ্যাম্পু করতে পারেন। তবে চুল কতটা ঘন তার উপরও নির্ভর করবে এই ব্যবধান। যদি দেখেন, চুল পাতলা তাহলে ৭দিন ঠিক আছে।
শ্যাম্পু করার সঠিক নিয়ম
প্রথমে চুলে শ্যাম্পু লাগিয়ে ১ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আবার শ্যাম্পু দিন। এবার আধা মিনিটের মত চুলে বিলি কেটে ধুয়ে ফেলুন। চুলের যত্ন নিন সুস্থ থাকুন।
ভাল মানের শ্যাম্পু পছন্দ করবেন কেন?
শ্যাম্পু ভাল মানের না হলে চুলের ক্ষতি হবে এমনকি চুল পড়ে যেতে পারে। ত্বকের ক্ষতি হবে ভুয়া কেমিক্যাল ব্যবহারের কারণে। ভাল মানের শ্যাম্পু ব্যবহারে আপনার চুল হবে মজবুত, চুল পড়া বন্ধ হবে, খুশকি হতে দেবে না।