মাটির ব্যাংক রং করে এটির চেহারা বদলে দেওয়া যায়। মাটির ব্যাংকে টাকা জমানোর অভিজ্ঞতাকে আরো চমৎকার করতে মাটির ব্যাংকে রঙ করা যায়।
একটি সুন্দর ডিজাইন এর এবং সুন্দর রঙের মাটির ব্যাংক দেখলে মন ভাল হয়ে যায়। এটিতে টাকা বা পয়সা ফেলতেও ভাল লাগে। আজ আপনাদের আমরা একটি মাটির ব্যাংক রং করার ধাপগুলো দেখাবো।
মাটির ব্যাংক রং করার উপাদান
-মাটির ব্যাংক
-পেনসিল
-রঙ
-আঠা
মাটির ব্যাংক রং করার ধাপগুলো
-প্রথমেই একটি মাটির ব্যাংক কিনে আনুন।
-সেটিতে পেনসিল দিয়ে ডিজাইন এঁকে নিন।
-তারপর রঙ করা শুরু করুন তুলিতে রঙ মিশিয়ে।
পড়ুন: ৪২ ফুট নখ নিয়ে মার্কিন নারীর বিশ্বরেকর্ড।
মাটির ব্যাংক এবং রঙ-তুলি কিনতে পারবেন রাজধানীর নীলক্ষেত এলাকায়। কম দামেই এসব পেয়ে যাবেন। মাটির ব্যাংক কখনো কখনো ফুটপাথেও কিনতে পাওয়া যায়। মাটির কাজ জানা থাকলে নিজে বানিয়েও নিতে পারবেন। রঙ করুন। সুন্দর করুন।