মেয়ে পটিয়ে কী করবেন সেটা একটা বড় প্রশ্ন। বিয়ে করতে চাইলে ঠিক আছে। কিন্তু অন্য কিছু উদ্দেশ্য হলে সমাজ ও ধর্ম আপনাকে মেয়ে পটানো থেকে বিরত থাকতেই উৎসাহ দিবে।
বিনা প্রয়োজনে মেয়ে পটানোর চেষ্টা করা অনেক ক্ষেত্রেই ক্ষতি করতে পারে আপনার জীবনের অন্য বিষয়গুলোকে। যেমন আপনার লেখাপড়ার ক্ষতি হতে পারে। চলুন জেনে নিন কীভাবে আপনি মেয়ে পটাবেন।
মেয়ে পটানোর জন্য অবশ্যই করবেন যে কাজগুলো-
- চুল ঠিকমত কেটে রাখবেন (চুলে জেল নয়। এতে চুল নষ্ট হয়ে যেতে পারে)
-মার্জিত পোশাক পরবেন (পরিষ্কার অবশ্যই)
-কথাবার্তায় স্মার্ট হবেন (তবে বেশি স্মার্ট হবেন না)
-মেয়েদের হাসানোর চেষ্টা করতে পারেন (নিজে শুধু হাসলেই হবে না)
-সৎ থাকুন (মিথ্যা বলবেন না)
-রূপের প্রশংসা করতে পারেন (বেশি মিথ্যা প্রশংসা করবেন না)
-বিপদে পাশে থাকার চেষ্টা করুন (কেটে পড়বেন না)
-সখের জিনিসের ও বিভিন্ন বিষয়ের খবর টবর রাখবেন (মেয়েরা এতেই বেশি পটে যায়)
-নামাজ, খাওয়া, পড়া ও ঘুমের সময় মনে করিয়ে দিতে পারেন (পাগলামো করা যাবে না)
-রিজেক্ট হবার পর অন্তত আরো ৩ বার অনুরোধ জানাতে যেতেই পারে (মেয়েদের নাও হ্যাঁ অনেক সময় সে জন্য)
-বিয়ের কথাটা নিজে বলতে না পারলে নন-প্রফেশনাল ঘটক কে রিকোয়েস্ট করতে পারেন।
মেয়ে পটানোর সময় যে কাজগুলো করবেন না
মিথ্যা কথা বলবেন না
ফোন বন্ধ করে রাখবেন না
বারবার বিরক্ত করবেন না
বাবা-মার কাছে মার খাওয়াবেন না
পড়ার ক্ষতি করবেন না
মুড ঠিক আছে কিনা বুঝে না নিয়ে প্রশ্ন করবেন না
পড়ুন: চুলে কতদিন পরপর শ্যাম্পু করবো।
বারবার রিজেক্ট করে দিলে-
বারবার রিজেক্ট করে দিলে আর চেষ্টা করবেন না। অন্য কোন মেয়ে পটানোর চেষ্টা করতে পারেন। মনে রাখবেন পরের বউকে বা পরের গার্লফ্রেন্ডকে পটানোর চেষ্টা করতে যাবেন না। মেয়ে পটানোর ক্ষেত্রে শুধু পটালেই হবে না। তার মন রক্ষা করে চলতে হবে।
আর আপনি অবশ্যই আপনার চরিত্রকে ফুলের মত পবিত্র রাখবেন।